কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মন্দিরের বৃদ্ধ এক সেবাইতের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার ওয়াবদা খালের রামশীল ¯øুইস গেইটের পাশ থেকে ৭০ বছর বয়সী বুদ্ধিমন্ত সরকার নামের ওই সেবাইতের লাশ উদ্ধার করা হয়।
বুদ্ধিমন্ত উপজেলার নৈয়ারবাড়ি এলাকার “সদাচার সেবাশ্রম ও মন্দিরের” সেবাইত ছিলেন। তিনি ওই গ্রামের কুট্টিশ্বর সরকারের ছেলে।
প্রতিবেশী মৃন্ময় সরকার জানান, ৫-৬ বছর ধরে বুদ্ধিমন্ত সরকার “সদাচার সেবাশ্রম ও মন্দির”এর সেবাইত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাতে তিনি ওই সেবাশ্রমে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে থাকতেন। গত শুক্রবার (৩০ মে) সকাল থেকে তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে রামশীল ¯øুইস গেটের পাশে বস্তাবন্দি অবস্থায় বুদ্ধিমন্তের লাশ পাওয়া যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, গত ২-৩দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বুদ্ধিমন্ত সরকারের। রবিবার দুপুর ১২টার দিকে রামশীল ¯øুইসগেটের পাশে সন্ধেহজনক একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্যে ওই সেবাইতের লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Discussion about this post