কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্তার দাড়িয়া, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির লক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় পিআর পদ্বতিসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। পিআর পদ্বতিতে নির্বাচন হলে বাংলাদেশে আর কোন দিন স্বৈরাচারকে দেখা যাবে না। পিআর পদ্বতিতে নির্বাচন হলে ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি হবে না। সরকারি দল যা ইচ্চা তা করতে পারবে না। এ জন্য আমরা বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। কোন নির্বাচন পিআর ছাড়া বাংলাদেশে করতে দেওয়া হবে না।

Discussion about this post