ওপেলিয়া কনি,কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান ইউনিয়নের দুর্গম কালিতলা মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নির্মাণ করা হয়েছে পাহারা ও টহল ঘর। উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত এ টহল ঘর ও তিনটি সোলার লাইটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর–পোড়াদহ সড়কের বিষনতা মাঠ এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও গ্রামবাসী।
ইউএনও নাজমুল ইসলাম বলেন, “কয়েক মাস আগে এ রোডে একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে গ্রামবাসী ও পুলিশ প্রশাসন রাতে পাহারা দিয়ে আসছিল। তবে ঝড়-বৃষ্টিতে খোলা মাঠে পাহারা দিতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয় সংবাদকর্মী ও গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এ টহল ঘর নির্মাণ সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, “ভবিষ্যতে কালিতলা মাঠে আরও ২-৩টি সোলার স্ট্রিট লাইট ও বেশ কয়েকটি বৈদ্যুতিক স্ট্রিট লাইট স্থাপন করা হবে ইনশাআল্লাহ।”
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, “দীর্ঘ দুই কিলোমিটারজুড়ে ফাঁকা মাঠে আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। পুলিশ সেসব ঘটনার রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তার করেছে। পরবর্তীতে এমন ঘটনা রোধে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ পাহারা জোরদার করা হয়। তবে দীর্ঘ মাঠে রাতে পাহারা দেওয়া বেশ কষ্টকর ছিল। এখন টহল ঘর ও সোলার লাইট থাকায় পাহারায় সুবিধা হবে, অপরাধও কমে আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
উল্লেখ্য, মিরপুর থেকে পোড়াদহগামী ব্যস্ততম সড়কের দুই কিলোমিটার ফাঁকা মাঠে সম্প্রতি বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। আলোচিত অ্যাম্বুলেন্স ডাকাতির ঘটনাও এ এলাকায় সংঘটিত হয়। এসব ঘটনার পর থেকেই পুলিশ ও এলাকাবাসী সম্মিলিতভাবে মাঠে পাহারা দিয়ে আসছিল।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৬সেপ্টেম্বর২০২৫//

Discussion about this post