নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সুত্রপাত পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক সুত্রপাত পত্রিকার সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রার সম্পাদক আল মামুন সাগর। বক্তব্য রাখেন দৈনিক কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মুজিবুল শেখ, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, সাপ্তায়িক রবি বার্তার সম্পাদক ডাঃ গোলাম মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক দেশতথ্য পত্রিকার যুগ্ম সম্পাদক এনামুল হক, ভোড়ামারা অনলাইন প্রেসক্লাবে সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, কুমারখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মনোয়ার হোসেন, খোকসা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাহিদুজ্জামান শয়ন, দৈনিক কুষ্টিয়া খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল, দৈনিক সুত্রপাত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল, স্টাফ রিপোর্টার আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার শিমুল আহমেদ, স্টাফ রিপোর্টার শাহারিয়ার সৌরভ, স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার সামসুল হক, স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন ছপের, স্টাফ রিপোর্টার সুদিপ্ত মালাকার, স্টাফ রিপোর্টার বেলাল হোসেন, দৈনিক কুষ্টিয়া খবরের স্টাফ রিপোর্টার তারেক আজিজ, আশরাফুজ্জামান টিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকেরা সে সময় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post