বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুন) উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ শিক্ষার্থীর হাতে দুধ তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকারিয়া, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার বক্তব্য রাখেন।
আর//দৈনিক দেশতথ্য//৬ জুন-২০২২//

Discussion about this post