✍️ বিজয় কুমার বিশ্বাস
পেশি শক্তি আর রক্ত জ্বালা ঘামে বসুধা গড়ার কারিগরদের অধিকার আদায়ের দিন আজ। পহেলা মে ,১৩৮ বছর পূর্বে ১৮৮৬ সালের এই দিনে ন্যায্যতা আদায়ে শ্রমিকের রক্তে রাজপথে লেখা হয় শ্রম আইনের বিধি। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মে মাসের প্রথম দিন ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, সঠিক কর্ম ঘন্টা, ন্যায্য মজুরী এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশে দেশে পালিত হয় শ্রমজীবীদের অধিকারের এই দিনটি।
এ বছর দিবসটির প্রতিপাদ্য-“শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।
তীব্র তাপ প্রবাহে ত্রাহি অবস্থা জনজীবনে। একটু স্বস্তির আশায় সবাই যখন শীতল পরশ পেতে ব্যস্ত। কাঠফাটা রৌদ্রে খেটে খাওয়া শ্রমজীবী দিনমজুর তখন জীবন যুদ্ধের ময়দানে। হাতিয়ার নিয়ে ঘাম ঝরাচ্ছে ক্ষুধা নিবারনের তাগিদে। তাদের অদম্য স্পৃহা আর ক্ষুরধার তরবারিতে ধরাশায়ী যেন প্রকৃতির রূদ্র মূর্তি।
কবি শরদিন্দু কর্মকারের ভাষায়-
“পেশিগুলো সব শক্ত আমার….
হাতের তেলোয় পড়েছে করা।
আমার হাতের স্পর্শ ছাড়া….
অজন্মা থাকে বসুন্ধরা।।
ক্লান্তি সকল ক্লান্ত হয়….
স্পর্শ করে না আমায়।
ক্লান্ত রবি দিনের শেষে….
লজ্জায় নেয় বিদায়।।
যুগের পরে যুগ কেটে যায়…
আমি হইনা পরিশ্রান্ত।
নগরে প্রান্তরে ছুটে চলি আমি…..
কখনো হইনা উদ্ভ্রান্ত।।
শ্রমের বিনিময়ে অন্ন চাই……
পাপের বিনিময়ে নয়।
সকল কালো বিনাশ হবে…..
শ্রমের ই হবে জয়।।
তবে শ্রমের জয় হলে ও এদেশে শ্রমিকদের জয় যেন অধরা চাঁদের মতই থেকে যায়। ঝুঁকিপূর্ণ ও হাড়ভাঙা পরিশ্রমে ও মেলে না কাঙ্খিত পাওনা। এক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত নারী ও শিশু শ্রমিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে দেখা যায়, দেশে শিশু শ্রমিকের সংখ্যা ৩০লক্ষ যার অন্তত ১০ লক্ষ্যই ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। আবার মোট শ্রমিকের উল্লেখযোগ্য সংখ্যক নারী হলেও কম মজুরি প্রদান, নিম্ন পদমর্যাদা, যখন-তখন ছাটাই, মাতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ সম্মুখীন হয় বিচিত্র সমস্যার।
এ সমস্ত সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে গৃহীত সরকারের পদক্ষেপও পরিণত হয় পণ্ডশ্রমে।
যে কারণে ন্যায্যতা থেকে বঞ্চিত শ্রমজীবী মানুষের
সুদিনের প্রতীক্ষার প্রহর হয় দীর্ঘ থেকে দীর্ঘতর ।
কর্মক্ষেত্রের সকল প্রতিবন্ধকতা দূর করে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হলে সার্থক হবে শ্রমজীবীদের আত্মত্যাগ সফল হবে মে দিবস।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ মে ২০২৪

Discussion about this post