হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) রাত দশটার দিকে ওই ইউনিয়নের পূন্ডরিক ধাম সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার রাতে স্হানীয় লোকজন রাস্তার পাশে আনুমানিক ৫২/৫৩ বছর বয়সী একজন মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ অবহিত হয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করে।
জানতে চাইলে ৮নং মেখল ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী মেখল পূন্ডরিক ধাম সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানান ওসি মো.রুহুল আমীন সবুজ জানান, অজ্ঞাত পরিচয় মহিলার ওই লাশের পরিচয় সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

Discussion about this post