মীর আনোয়ার হোসেন টুটুল
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিনে মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআনের হাফেজ এতিমদের হাতে কোরআন তুলে দিয়েছেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গবড়া ভাতকুড়া মাদ্রাসায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী, মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপারসহ ছাত্রবৃন্দ। এ সময় ১৯ জন কোরআনের হাফেজের মাঝে কোরআন শরীফ ও পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপর দিকে প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংস্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ইবিএল গ্রুপের চেয়ারম্যান এবং মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর রাফিউর রহমান ইউসুফজাই সানি, বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেজর (অব.) ড. খন্দকার এ হাফিজসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post